সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের যুবদলের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
২২জুন রবিবার দুপুরে উপজেলার মেঘনা প্রতাবনগর এলাকায় সোনারগাঁও থানা যুবদল ও পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: আশরাফুল আলম আশরাফ প্রধানের আয়োজনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিন সাবেক এমপি নারায়ণগঞ্জ - ৪।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, দ্রুত নির্বাচনের জন্য দেশবাসী প্রস্তুত, জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে আগ্রহী আছে। জনগণের কাছে যেতে হবে, তাদেরকে আস্থাশীল করতে হবে। সোনারগাঁওয়ে বিএনপির নতুন সদস্য ফরম অনেককে দেয়া হচ্ছেনা, বিষয়টি মোটেও ঠিক হচ্ছেনা। যারা আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন তারা প্রত্যেকে সদস্য ফরম পাবেন। আমি সে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যাকে দলীয় মনোনয়ন দেয়া হবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। ছোট মন নিয়ে বড় পদ লাভ করা যায়না, এমপি হতে চাইলে উদার মনের অধিকারী হতে হবে। সোনারগাঁওয়ের মানুষ আমাকে যে মূল্যায়ণ করেছেন, তার যথাযথ সম্মান আমি রাখবো ইনশাআল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল, নারায়ণগঞ্জ মহানগর জাসাস'র সভাপতি মো. স্বপন চৌধুরী, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রমজান সরকার, সোনারগাঁও উপজেলা তাঁতী দলের সভাপতি আমির হোসেনসহ পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।