সু- প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন শনিবার দুপুরে পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন নিউটাউন এলাকায় অবস্থিত সোনারগাঁও স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল এ্যান্ড কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এ
দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় সোনারগাঁও স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল এ্যান্ড কলেজের প্রফেসর মো : জহির উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মামুন মাহমুদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী ফজলুল হক ইউমেন্স কলেজ, সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও আহবায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবসহ বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা এবং পরীক্ষায় যাতে ভালো ফল করে ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন প্রধান অতিথি প্রফেসর মামুন মাহমুদ।
সোনারগাঁওয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাত করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাক্ষ সাইফুল ইসলাম। দোয়া ও শুভকামনা জানানোর এই আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।